বান্দরবানের তিন উপজেলার ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। উপজেলাগুলো হলো- রুমা, থানচি ও রোয়াংছড়ি। যৌথ অভিযানের কারণে এই তিন উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। উপজেলা নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষে মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আন্তঃমন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই তথ্য দেন ইসি সচিব।
৮ মে প্রথম ধাপে রুমা, থানচি ও রোয়াংছড়িসহ বান্দরবানের সাতটি উপজেলায় ভোট হওয়ার কথা ছিল।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।