নগদ-এ বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসকের ওপর হামলার ঘটনায় এবিবির নিন্দা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৩৩ অপরাহ্ণ   |   ৭৪ বার পঠিত
নগদ-এ বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসকের ওপর হামলার ঘটনায় এবিবির নিন্দা

অনলাইন ডেস্ক:-


মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান নগদ-এ বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মুহাম্মদ বদউজ্জামান দিদার-এর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেড (এবিবি)
 

এ ঘটনাকে সুশাসন, জবাবদিহিতা ও আইনশৃঙ্খলা রক্ষার প্রচেষ্টাকে দুর্বল করার অপচেষ্টা হিসেবে অভিহিত করেছেন এবিবি চেয়ারম্যান সেলিম আর. এফ. হোসেন
 

এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসকের ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং দেশের আইন ও বিচারব্যবস্থার জন্যও সরাসরি হুমকি। আইন দ্বারা পরিচালিত সমাজে এ ধরনের কর্মকাণ্ডের কোনো স্থান নেই।
 

তিনি আরও বলেন, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।
 

এবিবি আর্থিক খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। সংগঠনটি আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থেকে অর্থনীতি ও ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখতে সকল স্টেকহোল্ডারদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে