লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৪৭ বাংলাদেশি প্রবাসী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ জানুয়ারি ২০২৫ ০৩:১০ অপরাহ্ণ   |   ৩৫৭ বার পঠিত
লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৪৭ বাংলাদেশি প্রবাসী

ঢাকা প্রেস নিউজ

 

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৪৭ বাংলাদেশি। শুক্রবার (১৮ জানুয়ারি) রাতে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই প্রবাসীদের দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
 

বিমানবন্দরে এই বাংলাদেশিদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আইওএম প্রতিনিধিরা। আইওএমের পক্ষ থেকে প্রত্যেক প্রবাসীকে ৫ হাজার টাকা, কিছু খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
 

এ সময়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে এই বাংলাদেশিদের খোঁজ নেন।