ফতুল্লায় মানববন্ধন ও সড়ক অবরোধ: মাদক কারবারিদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম তালিকা ফাঁস নিয়ে তীব্র অভিযোগ, প্রশাসনের কাছে স্বচ্ছ তদন্তের দাবি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩০ অক্টোবর ২০২৫ ০৫:৫০ অপরাহ্ণ   |   ৪৪ বার পঠিত
ফতুল্লায় মানববন্ধন ও সড়ক অবরোধ: মাদক কারবারিদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম তালিকা ফাঁস নিয়ে তীব্র অভিযোগ, প্রশাসনের কাছে স্বচ্ছ তদন্তের দাবি

জিহাদ হোসেন, বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ:- 


 


 

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক কারবারিদের গ্রেফতারের দাবিতে স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটি বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জেলা প্রশাসক কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এসময় অংশগ্রহণকারীরা ডিসি অফিসের সামনের সড়কের একাংশ অবরোধ করে প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপের দাবি জানান।

 


 

সংগঠনের নেতারা জানান, ১০ দিন আগে (২০ অক্টোবর) তারা মাদককারবারিদের একটি গোপন তালিকা ও স্মারকলিপি প্রশাসনের হাতে তুলে দেন। কিন্তু সেই তালিকা ফাঁস হয়ে যাওয়ার পর থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীরা আন্দোলনকারীদের বিরুদ্ধে হুমকি, চাঁদাবাজি, অপপ্রচার ও হত্যাচেষ্টা চালাচ্ছে। এসব ঘটনার প্রেক্ষিতে তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্টদের গ্রেফতার ও আইনের আওতায় আনার আলটিমেটাম দেন।

 


 

🔹 তালিকা ফাঁস: উদ্বেগ ও অভিযোগ

সংগঠনটির দাবি, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে গোপনীয়ভাবে দেওয়া মাদককারবারিদের নাম, ঠিকানা ও ফোন নম্বরের তালিকাটি কৌশলে ফাঁস হয়ে যায়। ফলে মাদকচক্রের সদস্যরা তালিকাভুক্ত নেতাদের ওপর হামলার হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে।
সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বাবু বলেন,

“আমার জীবন দিয়ে হলেও ফতুল্লা থেকে মাদক নির্মূল করবো। কিন্তু প্রশ্ন হলো — প্রশাসনের হাতে থাকা গোপন তালিকাটি কীভাবে বাইরে গেল?”
তিনি এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানান।

🔹 প্রশাসনের প্রতিক্রিয়া

মানববন্ধন চলাকালে বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসরিনা আক্তার, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল-মেহেদী। তারা বিক্ষোভকারীদের অভিযোগ মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন।
তারা জানান, গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি তদন্ত করছে এবং নিরাপত্তা-সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে তা লিখিতভাবে থানায় জানাতে অনুরোধ করেন। তবে তালিকা ফাঁস বা হুমকিদাতাদের বিষয়ে নির্দিষ্ট কোনো গ্রেফতার তথ্য দিতে পারেননি তারা।

🔹 মানববন্ধনকারীদের প্রধান দাবিসমূহ

১. আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তালিকাভুক্ত মাদক কারবারিদের গ্রেফতার।
২. তালিকা ফাঁসের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের শাস্তি।
৩. মাদকবিরোধী আন্দোলনে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা।
৪. হুমকি, চাঁদাবাজি ও হত্যাচেষ্টায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা।

🔹 উপস্থিতি ও প্রেক্ষাপট

বৃহস্পতিবারের মানববন্ধনে ফতুল্লা অঞ্চলের কয়েকশ সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।
সংগঠনের সভাপতি মাসুদ আহমেদ রাজ, সাধারণ সম্পাদক নাজমুল হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক মাওলানা এম এ মোফাজ্জল ইবনে মাহফুজসহ নেতারা বক্তব্য রাখেন।

 

তারা বলেন, ফতুল্লা এলাকায় দীর্ঘদিন ধরে মাদকবাণিজ্য ও চাঁদাবাজির বিস্তার জনজীবনে অস্থিতিশীলতা তৈরি করেছে, অথচ প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে পরিস্থিতি আরও নাজুক হয়েছে।

নেতারা সতর্ক করে বলেন—

“যদি নিরাপত্তাহীনতা ও তালিকা ফাঁসের ঘটনায় দ্রুত ও স্বচ্ছ তদন্ত না হয়, তবে ফতুল্লাবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে আমরা বাধ্য হবো।”

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তাদের আন্দোলনের লক্ষ্য প্রশাসনের বিরুদ্ধে নয়; বরং ফতুল্লাকে মাদকমুক্ত করা এবং মাদকচক্রের প্রভাব ভাঙা