 
                            
বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-
 
তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন।
রবিবার দুপুরে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন তার বক্তব্যে বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্টদের অত্যাচারে সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল। কারাবাস আর ফেরারী ছিলো আমাদের জীবন। বিগত সময় ভুমিদস্যুতা করে রূপগঞ্জের ফসলি জমি ও বালি ফেলে বসতঘর দখল চলছিলো।
জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের মানুষ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় গেলে প্রকৃত জমির মালিকদের জমি ফেরত দেয়া হবে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে নির্বাচিত সরকার প্রয়োজন। বিএনপির দেয়া ৩১ দফা হলো জনগণের মুক্তির দফা। জনগণ যদি ৩১ দফা সম্পর্কে ধারনা নেয়, তবেই বিএনপির পক্ষে জনমত তৈরী হবে।
 
                                                
                                                 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                         
                                        
                                        
                                    