ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-
কমিটি গঠনের এক মাস পরেও গড়িমসির কারণে গাইবান্ধা সদর উপজেলার লেংগা বাজার আইডিয়াল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত শুরু হয়নি। তবে তদন্ত কমিটির আহবায়ক সদর উপজেলা কৃষি অফিসার মো. শাহাদত হোসেন বলেছেন শীঘ্রই কমিটি কাজ শুরু করবে।
এর আগে গাইবান্ধা সদর উপজেলার লেংগা বাজার আইডিয়াল কলেজের অধ্যক্ষ টিআইএম মিজানুর রহমানের শিক্ষক নিয়োগ বাণিজ্যের অভিযোগে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। গত বছরের ১০ ডিসেম্বর সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসান উপজেলা কৃষি অফিসার মো. শাহাদত হোসেনকে কমিটির আহবায়ক করে তদন্ত কমিটি গঠন করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সাঈদ হাসান, উপজেলা শিক্ষা অফিসার মো. জাকিরুল হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. সুজন মিয়া ও উপজেলা একাডেমিক সুপারভাইজার এএইচএম হুমায়ুন কবির। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও তদন্ত কমিটি কাজ শুরু করেনি। এ বিষয়ে তদন্ত কমিটির আহবায়ক সদর উপজেলা কৃষি অফিসার মো. শাহাদত হোসেন রোববার মোবাইল ফোনে বলেন, এ সপ্তাহেই তদন্ত কমিটি কাজ শুরু করবে। গড়িমসির কিছু নেই, অফিসিয়াল ব্যস্ততার কারণে তদন্ত শুরু করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, লেংগা বাজার আইডিয়াল কলেজের অধ্যক্ষ টিআইএম মিজানুর রহমান তাঁর চাচাতো ভাই, জ্যাঠাত ভাই এবং আত্মীয়-স্বজনকে টাকার বিনিময়ে নিয়োগ দিয়ে কলেজটিকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেন। এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।