গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর ঢাকার বিজয়নগরে হামলার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তারা সড়কে নেমে যান চলাচল বন্ধ করে দেন।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, ভিপি নুরের ওপর হামলায় জাতীয় পার্টি, ছাত্রলীগের পাশাপাশি সেনা ও পুলিশ সদস্যরা জড়িত ছিল। এদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। তাদের মতে, নুরের ওপর হামলা মানে বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত সব শিক্ষার্থীর ওপর হামলা।
প্রায় ১০ মিনিট মহাসড়ক অবরোধের পর বেলা ১১টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান। এরপর যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।