ঢাকা প্রেস নিউজ:-
মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শেষ হলো শুরায়ে নেজামের বিশ্ব ইজতেমা।
আজ বুধবার দুপুর ১২টা ৯ মিনিটে বাংলাদেশের তাবলিগ জামাতের আমির ও আলমি শুরার সদস্য মাওলানা জোবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করেন, যা শেষ হয় ১২টা ২৭ মিনিটে। এ সময় তুরাগতীর প্রতিধ্বনিত হয় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে। লাখ লাখ মুসল্লি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কায়মনোবাক্যে প্রার্থনা করেন, পাপমোচনের জন্য ক্ষমা চান এবং বিশ্ব শান্তির জন্য দোয়া করেন।
হেদায়েতি বয়ানের পর মোনাজাত শুরু হলে, তাবলিগের অনুসারী ও ধর্মপ্রাণ মুসল্লিরা ময়দানে স্থান না পেয়ে আশপাশের সড়ক ও বাড়ির ছাদে অবস্থান নেন। কয়েক লাখ মানুষের সমাগমে শিল্পনগরী টঙ্গী পরিণত হয় এক বিশাল ধর্মীয় নগরীতে।