জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলীয় প্রতীক ‘শাপলা’ ছাড়া অন্য কিছু মেনে নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শাপলা প্রতীক না দিলে নির্বাচন কীভাবে হয় এবং কে কীভাবে ক্ষমতায় গিয়ে স্বপ্ন দেখে, সেটাও তারা দেখে নেবেন।
মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম লিখেছেন, “ইলেকশন কমিশন সচিব বলেছেন, তালিকায় শাপলা নেই, তাই এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া যাচ্ছে না। অর্থাৎ এখানে কোনো আইনগত বাধা নেই, শুধু তালিকায় না থাকার অজুহাত দেখানো হচ্ছে।”
তিনি অভিযোগ করে আরও বলেন, প্রথমবার নিবন্ধনের আবেদন করার সময়ই এনসিপি স্পষ্টভাবে জানিয়েছিল যে তারা শাপলা প্রতীক চায়। কিন্তু দীর্ঘ সময়েও তালিকায় প্রতীক যুক্ত করা হয়নি। তার ভাষায়, “তাহলে শাপলা প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করা কার দায়িত্ব ছিল? এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে নাটক দেখেছে, নাকি স্বাধীন প্রতিষ্ঠানের নামে অন্য কোনো প্রতিষ্ঠান বা দলের নির্দেশে চলেছে?”
হুঁশিয়ারি দিয়ে সারজিস আলম আরও বলেন, “সব ধরনের ভণ্ডামিকে রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে। যেহেতু কোনো আইনগত বাধা নেই, তাই এনসিপির প্রতীক অবশ্যই শাপলা হতে হবে। অন্য কোনো বিকল্প নেই।”