নারায়ণগঞ্জে গণপিটুনিতে আন্তজেলা ডাকাত নিহত

প্রকাশকালঃ ০৪ জানুয়ারি ২০২৫ ০১:২৮ অপরাহ্ণ ০ বার পঠিত
নারায়ণগঞ্জে গণপিটুনিতে আন্তজেলা ডাকাত নিহত

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-


 

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে মুকুল (৪৫) নামে এক আন্তজেলা ডাকাত দলের সদস্য গণপিটুনিতে নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের জোগারদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ ডাকাত দল জোগারদিয়া চকে একটি সেচ পাম্পের কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ডাকাতদের ঘেরাও করে। দলটির ৭-৮ জন সদস্য পালিয়ে গেলেও মুকুল ধরা পড়ে। এরপর বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, নিহত মুকুল আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ছিলেন এবং তার বিরুদ্ধে আড়াইহাজারসহ বিভিন্ন থানায় খুন ও ডাকাতির বেশ কয়েকটি মামলা রয়েছে।