ঢাকা প্রেস নিউজ
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের দু'জন বিশিষ্ট শিক্ষক ও গবেষককে "ইউজিসি প্রফেসরশিপ ২০২৩" হিসেবে নিয়োগ দিয়েছে।
নিয়োগপ্রাপ্তরা হলেন:
অধ্যাপক ড. লুৎফুল হাসান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।
অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক।
ইউজিসি প্রফেসর পদে নির্বাচিত হওয়ার জন্য, একজন প্রার্থীর অবশ্যই শিক্ষা, গবেষণা, প্রকাশনা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্ম অভিজ্ঞতা এবং গবেষণা কাজে উল্লেখযোগ্য অবদান থাকতে হবে।
অধ্যাপক লুৎফুল হাসান একজন খ্যাতিমান কৃষি বিজ্ঞানী যিনি কৃষি গবেষণা ও শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজ একজন বিখ্যাত বায়োকেমিস্ট ও মলিকুলার বায়োলজিস্ট যিনি জিনোমিকস, প্রোটিওমিক্স এবং মেটাবোলোমিক্স গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
ইউজিসি প্রফেসর হিসেবে নির্বাচিত হওয়া অধ্যাপক হাসান ও ড. সেরাজ আগামী দুই বছর এই পদে দায়িত্ব পালন করবেন। তাদের মেয়াদকাল যোগদানের তারিখ থেকে শুরু হবে। এই সময়ে তারা স্মার্ট কৃষি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি এবং জেনেটিকস বিষয়ে উন্নত গবেষণা পরিচালনা করবেন এবং দেশের প্রয়োগিক ও মৌলিক গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।
ইউজিসি প্রফেসরশিপ নীতিমালা অনুযায়ী, অবসরপ্রাপ্ত খ্যাতিমান শিক্ষক ও গবেষকদের এই সম্মানসূচক পদে নিয়োগ দেওয়া হয়। নির্বাচিত প্রার্থীরা একজন সিলেকশন গ্রেড প্রাপ্ত অধ্যাপকের সমতুল্য সুযোগ-সুবিধা ভোগ করেন।
এই নিয়োগের মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে অধ্যাপক লুৎফুল হাসান ও ড. জেবা ইসলাম সেরাজের অবদানকে স্বীকৃতি জ্ঞাপন করা হল। তাদের নিয়োগ দেশের শিক্ষাবিদ ও গবেষকদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে ।