ঢাকা প্রেস,লক্ষ্মীপুর প্রতিনিধি:-
সদর উপজেলার কাজির দিঘীরপাড় এলাকায় স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথ হত্যা মামলায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১৬ নভেম্বর) ভোরে ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন: বাহার উদ্দিন, মোবারক হোসেন ও তুষার ইসলাম। তিনজনই সদর উপজেলার বাসিন্দা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হিরালাল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত কি না তা তদন্ত করা হচ্ছে। এছাড়া, হত্যাকাণ্ডের কারণ জানতে আটককৃতদের ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, গত ৮ আগস্ট রাতে সদর উপজেলার কাজির দিঘীরপাড় বাজারের মাতৃশিল্পালয় নামে হিরালাল দেবনাথের জুয়েলারি দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় পরেরদিন নিহতের ছেলে প্রীতম দেবনাথ অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।