রাখাইনে আবারও বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে উত্তেজনা

প্রকাশকালঃ ১৯ ডিসেম্বর ২০২৪ ০৩:১৮ অপরাহ্ণ ০ বার পঠিত
রাখাইনে আবারও বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে উত্তেজনা

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-


 

মিয়ানমারের রাখাইন রাজ্যে ১০ দিনের বিরতির পর আবারও মর্টার শেলের বিকট আওয়াজ শোনা গেছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
 

বুধবার (১৮ ডিসেম্বর) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত একাধিকবার বিস্ফোরণের আওয়াজে টেকনাফ সীমান্ত কেঁপে ওঠে।
 

শাহপরীর দ্বীপের জেলে শফিকুল ইসলাম জানান, রাতে ইঞ্জিনচালিত নৌকায় মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় মিয়ানমারের সীমান্ত থেকে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ ভেসে আসে। এতে তিনি আর ঘর থেকে বের হতে পারেননি।
 

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ এহসান উদ্দিন গণমাধ্যমকে জানান, রাখাইনের পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা সতর্ক রয়েছেন এবং নাফ নদীতে টহল জোরদার করা হয়েছে। এর আগে রাখাইনের মংডু শহর ও সীমান্ত এলাকায় আরাকান আর্মির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করা হলে বাংলাদেশি জেলেসহ সেন্টমার্টিনে যাতায়াতকারী ট্রলারগুলোকে সতর্কভাবে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছিল। আমরা সব সময় সীমান্ত পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রাখছি।