সাতক্ষীরা সীমান্তে থেকে পৃথক অভিযানে ২০ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ এপ্রিল ২০২৫ ০৩:৪৫ অপরাহ্ণ   |   ৮৫ বার পঠিত
সাতক্ষীরা সীমান্তে থেকে পৃথক অভিযানে ২০ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ

আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধিঃ-



২১এপ্রিল ৩.৩০ মিনিটে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৩৮০ লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০,০০০ পিস ভারতীয় ইয়াবা আটক করে।

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ৩/৫-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষ্মীদারী নামক স্থান হতে ভারতীয় ইয়াবা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর অধিনায়কের নির্দেশে নায়েক শরীফুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় চোরাকারবারীরা পায়ে হেটে বর্ণিত এলাকায় আগমণের পর বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে স্কচটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ০২টি প্লাষ্টিকের ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল উক্ত স্থানে তল্লাশী করে চোরাকারবারীদের ফেলে যাওয়া প্লাষ্টিকের ব্যাগের মধ্য হতে ২০,০০০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করে। আটককৃত ভারতীয় ইয়াবার মূল্য ২০,০০০ পিস × ৩০০ = ৬০,০০,০০০/- (ষাট লক্ষ) টাকা।
 

এ ব্যাপারে সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 

দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।