রাউজানে জনসমক্ষে গুলি করে হত্যা, পালিয়ে গেলো বোরকা পরিহিত দুর্বৃত্তরা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ জুলাই ২০২৫ ০১:২০ অপরাহ্ণ   |   ৪১ বার পঠিত
রাউজানে জনসমক্ষে গুলি করে হত্যা, পালিয়ে গেলো বোরকা পরিহিত দুর্বৃত্তরা

মোহাম্মদ করিম, বিশেষ প্রতিনিধি:-


 

চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টেরহাট এলাকায় জনসমক্ষে গুলি করে সেলিম নামের এক ব্যক্তিকে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। নিহত সেলিম আমির হোসেনের ছেলে বলে জানা গেছে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৬ জুলাই) আনুমানিক বেলা ১২টার দিকে সেলিম একটি জানাজা নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা বোরকা পরিহিত দুই ব্যক্তি হঠাৎ সেলিমকে গুলি করে পালিয়ে যায়।
 

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের মোটিভ ও দুর্বৃত্তদের শনাক্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
 

এ বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।