কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে লাইনচ্যুত ট্রেন, বন্ধ রয়েছে যোগাযোগ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ এপ্রিল ২০২৪ ০২:৩৯ অপরাহ্ণ   |   ২৪০ বার পঠিত
কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে লাইনচ্যুত ট্রেন, বন্ধ রয়েছে যোগাযোগ

চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ঈদ স্পেশাল ট্রেন (ট্রেন নং ০৯) লাইনচ্যুত হয়েছে।
লাইনচ্যুতের ফলে ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইন থেকে সরিয়ে পড়ে।
ঘটনাটি ঘটেছে বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০ টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকায়।
সৌভাগ্যবশত, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

ক্সবাজার-চট্টগ্রাম রেলপথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
চট্টগ্রাম থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ট্রেন বাতিল করা হয়েছে।

 

উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে।
মেরামতের কাজ চলছে।
আশা করা হচ্ছে বিকেলের মধ্যেই রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

 

লাইনচ্যুত ট্রেনের যাত্রীদের বাসে করে কক্সবাজারে ফেরত পাঠানো হচ্ছে।