বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট অধিনায়ক শান্ত

প্রকাশকালঃ ০৪ মে ২০২৪ ১০:১২ পূর্বাহ্ণ ১৩৭ বার পঠিত
বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট অধিনায়ক শান্ত

বাংলাদেশের বোলারদের দাপটে জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে বাংলাদেশ।
টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নাজমুল হোসেন শান্তের ছিল। মেঘলা আবহাওয়া ও উইকেটে থাকা ঘাসের সুবিধা নিয়ে বোলিং শুরু করে টাইগার বোলাররা। তাদের এই সিদ্ধান্ত পুরোপুরি কাজে লেগেছে।

তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শেখ মেহেদীর দারুন বোলিং জিম্বাবুয়েকে মাত্র ১২৪ রানে গুটিয়ে ফেলে।

তাসকিন আহমেদ ৪ ওভারে ১৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন।

মোহাম্মদ সাইফউদ্দিন ১৮ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দারুন বোলিং করেন। ৪ ওভারে ১৫ রানে ৩ উইকেট শিকার করেন তিনি।

শেখ মেহেদী ৪ ওভারে ১৬ রানে ২ উইকেট নেন।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ রান করেন ক্লাইভ মাদান্ডে (৪৩)।

বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট অধিনায়ক শান্তও, ‘আজ সবাই খুব ভালো খেলেছে। তাসকিন, মেহেদী, আসলে সব বোলারই আজ ভালো শুরু করেছে এবং আমি তাতে খুব খুশি।’ 

আগামী রোববার (৫ মে) সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।