গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর দফায় দফায় হামলার প্রতিবাদে সারাদেশের গুরুত্বপূর্ণ সড়কপথ ও মোড়ে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (১৬ জুলাই) বিকেলে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় বলা হয়, “গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে দেশের সকল জেলা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবরোধ কর্মসূচি পালন করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দল এবং সাধারণ ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে এ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হচ্ছে।”
এদিকে, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে টানটান উত্তেজনা বিরাজ করছে। হামলার আশঙ্কায় এনসিপির কেন্দ্রীয় নেতারা—নাহিদ, হাসনাত ও সারজিস—জেলা সার্কিট হাউজে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। পুরো শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।