রোববার (১৭ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ এবং সরকারের রপ্তানি বৈচিত্র্যকরণ কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে রয়েছেন—বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ওষুধ প্রশাসন অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড কেমিস্ট্রি বিভাগ থেকে একজন প্রতিনিধি এবং বাংলাদেশ এপিআই অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের দুজন প্রতিনিধি।
অফিস আদেশে কমিটির কার্যপরিধি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রধান দায়িত্বগুলো হলো—
দেশে এপিআই উৎপাদন বাড়াতে কৌশলগত নীতিমালা তৈরি করা।
স্বাস্থ্য সংস্কার কমিশন ও অর্থ বিভাগের সুপারিশ বাস্তবায়নে সমন্বয় করা।
নিয়ন্ত্রণ, আর্থিক ও প্রযুক্তিগত প্রতিবন্ধকতা চিহ্নিত করে সমাধানের প্রস্তাব দেওয়া।
পুনঃঅর্থায়ন, পুনঃতপশিলীকরণ, শুল্কনীতি, ভ্যাট অব্যাহতি ও রপ্তানি সহায়তাসহ টেকসই প্রণোদনা কাঠামো প্রণয়ন।
সরকারি ও বেসরকারি অংশীদারদের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা।
নির্ধারিত সময়ের মধ্যে খাতভিত্তিক লক্ষ্য পূরণের অগ্রগতি মূল্যায়ন ও নীতিগত দিকনির্দেশনা প্রদান।