মিঠুন সাহা:
বাংলা বর্ষপঞ্জির মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে শুক্রবার চট্টগ্রামজুড়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব সরস্বতী পূজা। বিদ্যা, জ্ঞান, সংগীত ও শিল্পকলার দেবী মা সরস্বতীর আরাধনায় নগরীর শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও পূজামণ্ডপগুলোতে শেষ হয়েছে সব প্রস্তুতি।
চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় ইতোমধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। উল্লেখযোগ্য পূজাস্থলের মধ্যে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, চট্টগ্রাম কলেজ ও সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকা, প্রবর্তক মোড় ও গোলপাহাড় কালী মন্দির, নাসিরাবাদ, পাঁচলাইশ, খুলশী, পাহাড়তলী, আগ্রাবাদ ও হালিশহর। পাশাপাশি রাউজান, ফটিকছড়ি, বাঁশখালী ও সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানেও পূজা অনুষ্ঠিত হবে।
প্রতিটি পূজামণ্ডপে থাকবে পুষ্পাঞ্জলি, বিশেষ প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থী, শিক্ষক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে সর্বত্র ছড়িয়ে পড়বে উৎসবের আনন্দ।
হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী সরস্বতী বিদ্যা, জ্ঞান, বাকশক্তি ও সৃজনশীলতার প্রতীক। শুভ্র বসনে রাজহাঁসের ওপর আসীন দেবীর হাতে থাকে বীণা, পুস্তক ও অক্ষমালা, যা জ্ঞান ও সাধনার প্রতীক হিসেবে বিবেচিত। বিশ্বাস করা হয়, দেবী সরস্বতীর কৃপায় অজ্ঞতার অন্ধকার দূর হয়ে জ্ঞানের আলো বিকশিত হয়।
সরস্বতী পূজায় শিক্ষার্থীরা বই ও খাতা দেবীর চরণে অর্পণ করে বিদ্যাশিক্ষায় অগ্রগতির জন্য প্রার্থনা করে। বিশেষ করে শিশু ও শিক্ষার্থীদের কাছে এই পূজার গুরুত্ব সবচেয়ে বেশি।
উৎসবকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
মাঘ মাসের পবিত্র তিথিতে জ্ঞানের আলোয় সমাজ আলোকিত হোক—এই প্রত্যাশায় চট্টগ্রামে শুরু হচ্ছে মা সরস্বতীর পূজা।