সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি আদালতে হাজির

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৩:২৪ অপরাহ্ণ   |   ৬০ বার পঠিত
সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি আদালতে হাজির

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন মঙ্গলবার দুপুরে জেলা দায়রা জজ আদালতে হাজিরা দেন। এ সময় ভিড় জমায় উৎসুক জনতারও নজর কাড়েন সাবেক ডিসি।
 

জানা গেছে, সুলতানা পারভীন ৫ বছর আগে কুড়িগ্রামে কর্মরত থাকাকালীন সময়ে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন-এর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলামকে মাদক মামলায় গ্রেপ্তার করেছিলেন। ওই ঘটনায় সাংবাদিক আরিফুল হক রিগান জেলা দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। মামলা চলছেই দীর্ঘ ৫ বছর ধরে।
 

সাম্প্রতিক সময়ে হাইকোর্ট থেকে জামিন পেলেও স্থায়ী জামিন পেতে মঙ্গলবার আদালতে হাজিরা দেন সাবেক ডিসি। রিপোর্ট লেখা পর্যন্ত আদালত রায় দেননি।
 

উল্লেখ্য, ২০২০ সালের মার্চে মধ্যরাতে হানা দিয়ে আরিফুল ইসলামকে তার বাড়ি থেকে তুলে আনা হয় জেলা প্রশাসকের মোবাইল কোর্টের মাধ্যমে। পরে রাত দুইটার দিকে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং রাতেই জেল হাজতে পাঠানো হয়।