পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চাতরা বিলে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির একটি গোপন কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সোমবার গভীর রাতে পরিচালিত এ অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধারসহ দু’জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, ‘ময়েজ বাহিনী’ নামে পরিচিত একটি সন্ত্রাসী দল দীর্ঘদিন ধরে ওই বিলে অস্ত্রের মহড়া চালানো ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। আটক ব্যক্তিরা হলেন— পাবনা সদর উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মনিরুল ইসলাম এবং মালিগাছা খুদাইপুর গ্রামের রেজাউল।
আতাইকুলা থানা সূত্রে জানা যায়, শ্যালো ইঞ্জিনচালিত একটি মেশিনঘরকে ব্যবহার করে সেখানে অস্ত্র তৈরির কারখানা স্থাপন করা হয়েছিল। সেখান থেকে ওয়ান শুটারগান, একটি রিভলভার, তিন রাউন্ড গুলি, অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাতসহ প্রচুর সরঞ্জাম জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে স্থানীয়ভাবে সংঘটিত ডাকাতি ও চাঁদাবাজির জন্য এসব অস্ত্র তৈরি করা হচ্ছিল।
আতাইকুলা থানার ওসি এ কে এম হাবিবুল্লাহ বলেন, ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে চাতরা বিলকে তাদের শক্ত ঘাঁটি বানিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল। সন্ত্রাসীদের ওই কারখানা ধ্বংস করা হয়েছে। আটক টকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং বাকি সদস্যদেরও আইনের আওতায় আনা হবে।