|
প্রিন্টের সময়কালঃ ১৯ অক্টোবর ২০২৫ ০২:৫১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ অক্টোবর ২০২৫ ০৪:১৪ অপরাহ্ণ

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, নিয়ন্ত্রণে ২৫ ইউনিট


শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, নিয়ন্ত্রণে ২৫ ইউনিট


ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আরও ১১টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।
 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ কাউছার মাহমুদ জানান, আগুন লাগার পর বিমানবন্দর ফায়ার সেকশন, বিমানবাহিনীর ফায়ার ইউনিটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। তবে তিনি জানিয়েছেন, বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে।
 

ঘটনাস্থল থেকে এক প্রত্যক্ষদর্শী জানান, প্রথমে কুরিয়ার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ভয়াবহ আকার ধারণ করে। “আগুন দাউদাউ করে জ্বলছে, ফায়ার সার্ভিস প্রাণপণ চেষ্টা করছে,” বলেন তিনি।
 

আমদানিকারক প্রতিষ্ঠান এএফএম ট্রেড ইন্টারন্যাশনাল-এর কর্মকর্তা মাহবুবুল আলম নিয়ন জানান, “আজ দুপুর ১২টার দিকে আমরা আমদানি করা মালামাল কার্গো ভিলেজে রেখেছিলাম। এখন সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।”
 

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, “দুপুর ২টা ৩০ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। ২টা ৩৪ মিনিটের দিকে প্রথম চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও ৯টি ইউনিট রওনা দেয়।”
 

তিনি আরও জানান, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 

ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে, তবে আগুন নেভানোর কাজ অব্যাহত আছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫