শিক্ষার্থী ঐক্যজোটের মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এসএম ফরহাদ হোসেনের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা এক রিট আবেদনের শুনানি শেষে সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে হাইকোর্ট রুল জারি করেছেন।
এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী, ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের কথা ছিল। এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। শুধু সদস্য পদেই প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১৭ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হলে ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরও ১ হাজার ৩৫ প্রার্থী।
প্রার্থিতা যাচাই–বাছাইয়ের পর ১০ জন প্রার্থী আপিল না করায় তাদের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া ২৮ জন প্রার্থী স্বেচ্ছায় সরে দাঁড়ান। সবশেষে নির্বাচন কমিশন ৪৭১ জনের তালিকা প্রকাশ করে।
পদভিত্তিক প্রার্থী সংখ্যা:
সহসভাপতি (ভিপি): ৪৫ জন
সাধারণ সম্পাদক (জিএস): ১৯ জন
সহ-সাধারণ সম্পাদক (এজিএস): ২৫ জন
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ১৭ জন
কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: ১১ জন
আন্তর্জাতিক সম্পাদক: ১৪ জন
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: ১৯ জন
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ১২ জন
গবেষণা ও প্রকাশনা সম্পাদক: ৯ জন
ক্রীড়া সম্পাদক: ১৩ জন
ছাত্র পরিবহন সম্পাদক: ১২ জন
সমাজসেবা সম্পাদক: ১৭ জন
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ১৫ জন
মানবাধিকার ও আইন সম্পাদক: ১১ জন
ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: ১৫ জন
সদস্য পদ: ২১৭ জন