চাঁদপুরের ইলিশের বাড়ি বন্ধু উৎসব ২০২৫: স্মৃতিময় এক মিলনমেলা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৫৮ অপরাহ্ণ   |   ১১০ বার পঠিত
চাঁদপুরের ইলিশের বাড়ি বন্ধু উৎসব ২০২৫: স্মৃতিময় এক মিলনমেলা

ঢাকা প্রেস নিউজ

 

গত ৩১ জানুয়ারি, শুক্রবার চাঁদপুরের "ইলিশের বাড়ি" প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো "জাগ্রত ৯৬, মতলব উত্তর, চাঁদপুর" আয়োজিত বন্ধু উৎসব ২০২৫। দেশজুড়ে ছড়িয়ে থাকা এসএসসি ব্যাচ ৯৬-এর বন্ধুরা প্রাণের টানে একত্রিত হন এই আনন্দময় আয়োজনে।

 



 

সকাল থেকে রাত পর্যন্ত গল্প, আড্ডা, গান আর জাদুর মোহনীয় পরিবেশনায় মুখর ছিলো চাঁদপুরের বাতাস। সুপরিকল্পিত ও গোছানো আয়োজনের মধ্য দিয়ে "জাগ্রত ৯৬" বন্ধুদের পক্ষ থেকে উপহার দেওয়া হয় এক স্মরণীয় মিলনমেলা।
 

প্রায় ৭০০ অতিথির অংশগ্রহণে জমে ওঠা এই উৎসবে চাঁদপুরের পদ্মা নদীর রূপালি ইলিশ ভাজা, ইলিশের ভর্তা ও খিস্সা দই-ভাত পরিবেশন করা হয়। বন্ধুদের প্রাণবন্ত অংশগ্রহণে মনোমুগ্ধকর নানা পরিবেশনা উপভোগ করা যায়।

 


 

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন জনপ্রিয় জাদুশিল্পী ম্যাজিক স্টার বাসেদ মাহামুদ। তার অনবদ্য জাদু প্রদর্শনীতে সবাই মুগ্ধ হয়ে যায়। বিশেষ করে "ভালোবাসার জাদু" এবং "শক্তি পরীক্ষার জাদু" দর্শকদের উচ্ছ্বাসে ভাসিয়ে নেয়।

 


 

জাদু প্রদর্শনীর পর মন মাতানো গানের আসরে বন্ধুদের উল্লাস নতুন মাত্রা পায়। পুরো অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন মোঃ শাহেন শাহ খান, নাছির উদ্দিন, রাসেদ সরকার, তানভীর আহমেদ, মাহাবুব আলম রোমান, মুসা আহমেদ, ইঞ্জি: বাসেদ সরকার, ফয়সাল আহমেদ সোহেল, বদিউজ্জামান সজীব সহ আরও অনেকে।

 



 

বন্ধুত্বের উষ্ণতায় ভরা এ আয়োজন সবার হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে। "জাগ্রত ৯৬" আগামী দিনেও এমন সুন্দর আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখবে এই প্রত্যাশা রইলো।