দুই মন্ত্রণালয়ের সমন্বয়ে ডেঙ্গু মোকাবিলা: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশকালঃ ০৯ জুলাই ২০২৪ ০৬:২৬ অপরাহ্ণ ৫৬০ বার পঠিত
দুই মন্ত্রণালয়ের সমন্বয়ে ডেঙ্গু মোকাবিলা: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা প্রেস নিউজ


স্বাস্থ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয় যৌথভাবে ডেঙ্গু মোকাবিলায় কাজ করবে। এডিস মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত স্যালাইন মজুত আছে। ডেঙ্গু চিকিৎসায় সকল চিকিৎসক প্রশিক্ষিত।

 

বর্ষাকাল শুরু হওয়ায় ডেঙ্গু জ্বরের প্রকোপ বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। গত দুই বছরে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। এই পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয় যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
 

মঙ্গলবার (৯ জুলাই) স্বাস্থ্যমন্ত্রী তার দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, "আমরা কেউ চাই না ডেঙ্গুতে আবারও ভয়াবহ পরিস্থিতি তৈরি হোক। তবে, তা যদি হয় আমরা সর্বোচ্চ চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবো।"
 

ডা. সামন্ত লাল সেন আরও বলেন, সকল চিকিৎসক ডেঙ্গু চিকিৎসায় প্রশিক্ষিত। ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের জন্য পর্যাপ্ত স্যালাইন মজুত আছে। এছাড়াও, মশা নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।