 
                            
হোসেন বাবলা (চট্টগ্রাম)ঃ-
 
চট্টগ্রাম নগরের জামালখান এলাকার এসএস খালেদ রোডে একটি বহুতল ভবনের ৭ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
৮ জুলাই, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ‘ইউরেকা’ নামের আটতলা ভবনে আগুন লাগে। প্রাথমিকভাবে হতাহতের কোনো তথ্য জানা যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের দায়িত্বপ্রাপ্ত একজন অপারেটর সংবাদ মাধ্যম কে জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। সেখানে ফায়ার সার্ভিসের ৭টি  ইউনিট কাজ করেছে।
আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্তারিত খবর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ অবগত করবেন বলে জানিয়েছেন।
 
 
                                                
                                                 
                                                
                                                