বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ নির্ধারণী ম্যাচে বৃষ্টির শঙ্কা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ জুলাই ২০২৫ ০১:৪৭ অপরাহ্ণ   |   ৩২ বার পঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ নির্ধারণী ম্যাচে বৃষ্টির শঙ্কা

স্পোর্টস ডেস্ক:-


 

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আজ শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলঙ্কা। মাঠের খেলায় প্রতিপক্ষের শক্তির পাশাপাশি এবার টাইগারদের আরেক প্রতিপক্ষ হতে পারে প্রকৃতি—কারণ, ম্যাচ শুরুর আগেই বৃষ্টি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
 

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ পাল্লেকেলেতে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৬৫ শতাংশ। দুপুরের পর থেকেই আকাশে মেঘ জমতে পারে, সঙ্গে থাকবে উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতা। দিনের তাপমাত্রা থাকবে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস, তবে গরমের অনুভূতি হবে ৩৫ ডিগ্রির কাছাকাছি। ওয়েদার প্ল্যাটফর্ম ‘আকুওয়েদার’ জানিয়েছে, আকাশে ৭০ শতাংশ মেঘাচ্ছন্নতার আশঙ্কা রয়েছে।
 

পাল্লেকেলে স্টেডিয়ামের উইকেট ব্যাটিংবান্ধব হলেও অতীত বলছে, বৃষ্টি এখানে প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। শেষ পাঁচটি ওয়ানডের প্রতিটিতে কোনো না কোনোভাবে বৃষ্টির প্রভাব পড়েছে। সর্বশেষ ম্যাচটি তো পুরোপুরিই পরিত্যক্ত হয়েছিল।
 

বর্তমান বাংলাদেশ দলেও অনেক ক্রিকেটারের জন্য এই মাঠ কিছুটা অপরিচিত। ২০১২ টি২০ বিশ্বকাপে প্রথমবার পাল্লেকেলে খেলেছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ বিরতিতে, ২০২৩ সালে সর্বশেষ ম্যাচ খেলেছে টাইগাররা। এই মাঠে বাংলাদেশের একমাত্র ওয়ানডে জয় আসে ২০১৩ সালে, বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে তিন উইকেটে জয় পেয়েছিল মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দল। তবে সর্বশেষ ম্যাচে বাংলাদেশ অলআউট হয়েছিল মাত্র ১৬৪ রানে।
 

সিরিজ নির্ধারণী এই ম্যাচে তাই প্রতিপক্ষের চেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি চোখ রাখতে হবে আকাশের দিকেও।