পতেঙ্গা মডেল থানার পুলিশ ৬০০০ লিটার চোরাই ডিজেল উদ্ধারসহ: আটক ৪ জন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ মার্চ ২০২৫ ১১:০৮ পূর্বাহ্ণ   |   ১১৭ বার পঠিত
পতেঙ্গা মডেল থানার পুলিশ ৬০০০ লিটার চোরাই ডিজেল উদ্ধারসহ: আটক ৪ জন

ডেস্ক নিউজ ( চট্টগ্রাম):-

 

পতেঙ্গা মডেল থানার এসআই- হেলাল উদ্দীন সংগীয় ও ফোর্স সহ ৪১নং ওয়ার্ড বোট ক্লাবের পাশে কর্ণফুলী নদীর অভ্যন্তরে ১২নং ঘাট এলাকায়  ০৪টা মার্চ রাত ৫টায় অভিযান পরিচালনা করে একটি ইঞ্জিন চালিত কাঠের বোটে রক্ষিত ৩০(ত্রিশ)টি ড্রামে মোট ৬,০০০/- (ছয় হাজার) লিটার ডিজেল উদ্ধার সহ ঘটনার সাথে জড়িত আসামী ১। দ্বীন মোহাম্মদ (৩৩), ২। সৈয়দ কাসিম (৩০), ৩। মোঃ জাবেদ হোসেন (২২) ও ৪। মোঃ দাদন মাঝি (৪২) দের গ্রেফতার করেন।

এরই প্রেক্ষিতে তাদের পতেঙ্গা মডেল থানার মামলা নং-০৩, তারিখ-৪-৩-২০২৫ইং ধারা- The Special Power Act, 1974 Section- 25B/25D দায়ের করা হয়।

পরে তাদের পতেঙ্গা থানায় মামলায় বিঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে