২০২৪ সালে শুরু হবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার

প্রকাশকালঃ ২২ জুলাই ২০২৩ ০৫:৩৪ অপরাহ্ণ ১৮৩ বার পঠিত
২০২৪ সালে শুরু হবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার

রাষ্ট্রীয় গোপন নথি নিজ বাড়িতে রাখার অভিযোগে দায়ের হওয়া মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার শুরু হবে ২০২৪ সালের ২০ মে । যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের একটি ডিস্ট্রিক্ট আদালতের জজ অ্যালিন ক্যানন শুক্রবার এ তারিখ নির্ধারণ করেন। খবর বার্তা সংস্থা রয়টার্স। 

যদিও ট্রাম্প চেয়েছিলেন এই বিচার ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনের পরে করা হোক। তবে ফেডারেল কৌসুলিরা এই বিচারের তারিখ চাইছিলেন এ বছরের ডিসেম্বরেই। পরে বিচারক ওই তারিখ জানান।


তিনি বলেন, দুই সপ্তাহের এই বিচার হবে ফ্লোরিডার ফোর্ট পিয়ার্সে। নির্বাচনের বছর হওয়ায় নির্বাচনী প্রচার পুরোদমে চলার সঙ্গে সঙ্গেই শুরু হবে এই বিচারকাজ।

ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি মার-এ-লাগোতে তল্লাশি চালিয়েই গতবছর বহু গুরুত্বপূর্ণ ও গোপন রাষ্ট্রীয় নথি জব্দ করা হয়। এসব নথির মধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং এফবিআই এর জাতীয় নিরাপত্তা–সংক্রান্ত নথিও ছিল।

হোয়াইট হাউস ছাড়ার পর রাষ্ট্রীয় এসব গোপন নথি নিজের কাছে রেখে দেওয়ার কারণে গত ৮ জুনে অভিযুক্ত হন ট্রাম্প। তবে এ সব অভিযোগেই ট্রাম্প দোষ অস্বীকার করেছেন। 


অন্য আরও ৩৭ টি অভিযোগেও ট্রাম্প গতমাসে দোষ অস্বীকার করেছেন। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হওয়ার দৌড়ে নামা ট্রাম্পের জন্য এ সব মামলাই একের পর এক আইনি ধাক্কা।

সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার ঝুলে আছে। আবার ক্যাপিটল হিলে ২০২১ সালের ৬ জানুয়ারির দাঙ্গা এবং ২০২০ সালের নির্বাচনী ফলকে চ্যালেঞ্জ করার চেষ্টার ঘটনার ফেডারেল তদন্তে এ সপ্তাহেই ট্রাম্প গ্রেপ্তার হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন।