নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের আলোচিত নেত্রী জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও সাতজন নেতাকর্মীকেও আটক করা হয়।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
দলীয় সূত্রে জানা যায়, ঝুমা তালুকদার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি তিনবারের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের কন্যা।
দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে দলীয় প্রার্থীকে পরাজিত করেছিলেন ঝুমা তালুকদার। পরবর্তীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আশায় উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগও করেন তিনি।