আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধিঃ-
কুমিল্লার মুরাদনগর উপজেলায় অনুষ্ঠিত হলো “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন।
উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের গান্দ্রা ও পাহাড়পুর গ্রাম এবং ছালিয়াকান্দি ও জাহাপুর ইউনিয়নের বিভিন্ন মাঠে ব্রি ধান ১০১, ১০২ ও ১০৪ জাতের প্রযুক্তি যাচাই ও প্রদর্শনীর আয়োজন করা হয়। কৃষক পর্যায়ে উন্নত প্রযুক্তি হস্তান্তরের অংশ হিসেবে এ আয়োজনকে গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা জেলার অতিরিক্ত উপপরিচালক আল মামুন রাসেল। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুর আলম। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার পাভেল খান পাপ্পু।
আল মামুন রাসেল তার বক্তব্যে বলেন, “আমরা ২০৫০ সাল পর্যন্ত খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছি। আমাদের লক্ষ্য, বাংলাদেশে যেন আর কখনো খাদ্য ঘাটতির মুখে পড়তে না হয়।”