জয়পুরহাট প্রতিনিধি:-
জয়পুরহাটের কালাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তৌফিকুল ইসলাম তৌহিদকে তার শ্বশুর বাড়িতে আত্মগোপন করার সময় উত্তেজিত জনতা গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। গত সোমবার রাতে উপজেলার বিয়ালা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তৌহিদ কালাই পৌরসভার পূর্বপাড়া এলাকার মো. মাহতাব হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাত্রাই ইউনিয়নের বিয়ালা বাজারে শ্বশুর ফজলে এলাহি তোতার বাড়িতে আত্মগোপনে ছিলেন। স্থানীয়রা বিষয়টি জানাজানি হলে, তারা সোমবার রাতে তৌহিদকে আটক করে গণধোলাই দেয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আজ মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তৌহিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।