ভারত থেকে ২ হাজার টন আলু আমদানি

প্রকাশকালঃ ১৮ ডিসেম্বর ২০২৪ ০৪:২৩ অপরাহ্ণ ০ বার পঠিত
ভারত থেকে ২ হাজার টন আলু আমদানি

ঢাকা প্রেস,যশোর প্রতিনিধি:-

 

বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে প্রায় ২ হাজার টন আলু আমদানি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মালবাহী ট্রেনের মাধ্যমে এ আলুগুলো বেনাপোল বন্দরে পৌঁছায়।
 

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের বুধবার (১৮ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।
 

জানা গেছে, মেসার্স বাংলাদেশ লজিস্টিক সার্ভিস (বিএলএস) নামের সিঅ্যান্ডএফ এজেন্ট কাস্টম হাউজে আলুর চালান ছাড় করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়। কাস্টমস ও রেলস্টেশনের কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আলুগুলো নওয়াপাড়া বন্দরে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হবে।
 

বেনাপোল রেলস্টেশনের মাস্টার সাইদুজ্জামান জানান, ভারতের মালদার ডিলাক্স ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠান এ আলু রপ্তানি করেছে, এবং রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের সাজ্জাদ এন্টারপ্রাইজ তা আমদানি করেছে। মোট ৩৮ হাজার ব্যাগে ৪২টি ওয়াগানে প্রায় ১৯ লাখ কেজি (১ হাজার ৯০০ টন) আলু এসেছে। এই চালানের আমদানি মূল্য ৪ লাখ ৩৭ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রতিকেজি আলুর দাম ২৭ টাকা ৬০ পয়সা।
 

আবু তাহের আরও জানান, এ চালানটি ভারতের পাঞ্জাবের কার্তারপুর-৩ শহর থেকে এসেছে। এর আগে ১২ ডিসেম্বর ভারত থেকে ৪৬৮ টন আলু আমদানি করা হয়েছিল।