ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ৩০৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৪৬ অপরাহ্ণ   |   ৮৮ বার পঠিত
ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ৩০৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি

স্পোর্টস ডেস্ক:-

 

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে কটকের বরাবাটি স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে ৩০৪ রানের শক্তিশালী পুঁজি দাঁড় করিয়েছে ইংল্যান্ড। প্রথম ওয়ানডের পুনরাবৃত্তি ঘটল না, কারণ ভারতীয় বোলাররা তেমন কার্যকরী হতে পারেনি।
 

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ওপেনার ফিল সল্ট ও বেন ডাকেট দুর্দান্ত সূচনা করেন। ৮১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ার পর ডাকেট ৫৬ বলে ৬৫ রান করে রবীন্দ্র জাদেজার বলে আউট হন। সল্টও শিকার হন অভিষিক্ত বরুণ চক্রবর্তীর, যদিও বরুণ বল হাতে খুব একটা সফল ছিলেন না। ১০ ওভারে ৫৪ রান খরচ করে তিনি একটি উইকেট নেন।
 

ইংল্যান্ডের রানের গতি কিছুটা কমে গেলেও জো রুট ৬৯ রান করে দলকে শক্ত ভিত্তি দেন। হার্দিক পান্ডিয়া বাটলারকে (৩৪) ফিরিয়ে ভারতকে কিছুটা স্বস্তি দেন। তবে শেষের দিকে লিয়াম লিভিংস্টোন ঝড় তোলেন, ৩২ বলে ৪১ রান করে শেষ ওভারে রান আউট হন। তার সঙ্গে আদিল রশিদ ৫ বলে ১৪ রান করেন।
 

ভারতের বোলারদের মধ্যে জাদেজা ৩ উইকেট নিলেও শামি (৭.৫ ওভারে ৬৬ রান) ও হর্ষিত (৯ ওভারে ৬২ রান) বেশ ব্যয়বহুল ছিলেন। এখন দেখার বিষয়, রোহিত শর্মা ও বিরাট কোহলিরা এই বড় লক্ষ্য তাড়া করতে পারেন কি না।