নওগাঁয় পচা মাংস বিক্রি: এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশকালঃ ১৫ জুন ২০২৪ ০২:১৪ পূর্বাহ্ণ ৯৫২ বার পঠিত
নওগাঁয় পচা মাংস বিক্রি: এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

ঢাকা প্রেস
শহিদুল ইসলাম


পচা মাংস বিক্রি করার অভিযোগে নওগাঁর এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

 

শুক্রবার (১৪ জুন) দুপুরে শহরের পার নওগাঁ-ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়েছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শওকত মেহেদী সেতু।

অভিযানে ঢাকা বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী আব্দুর রশিদ ও সাগরকে পচা মাংস বিক্রি করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তাদের কাছ থেকে ৮০ কেজি পচা গরুর মাংসও জব্দ করা হয়েছে। ভবিষ্যতে আর কেউ যেন পচা মাংস বিক্রি না করে, সেজন্য বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আমিনুল ইসলাম, উপ-প্রাণি সম্পদ কর্মকর্তা মো.বদরুদ্দোজা জিমেইল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।