গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:-
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানা অভিযোগে বিএনপি নেতা আজহারুল ইসলামের দলীয় সব পদ স্থগিত করা হয়েছে।
রোববার, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সদস্য এবং সাপমারা ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।
পত্রে উল্লেখ করা হয়, বিভিন্ন গণমাধ্যমে আজহারুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ প্রকাশিত হয়েছে। এসব সংবাদ প্রকাশের পর, বিএনপি নেতা আজহারুল ইসলামকে কৈফিয়ত তলব করা হয়। তবে তার কৈফিয়তের জবাব গ্রহণযোগ্য না হওয়ায়, কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শে তার সব পদ স্থগিত করা হয়।
এছাড়া, জানা গেছে, আজহারুল ইসলাম এক কৃষকের জমি দখল করার চেষ্টা করেন এবং চাঁদা না পেয়ে টিসিবির ডিলারের প্রতিনিধিকে মারধর করেন। এরপর তিনি ওই ডিলারের গোডাউনে তালা ঝুলিয়ে দেন। এসব ঘটনার প্রেক্ষিতে, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এক পত্রে ৫ দিনের মধ্যে কৈফিয়ত তলবের নোটিশ প্রদান করেন।
এ বিষয়ে আজহারুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও, তিনি ফোন রিসিভ করেননি।