ঢাবিতে অব্যাহত গণত্রাণ সংগ্রহ: মানবতার অসাধারণ দৃষ্টান্ত

প্রকাশকালঃ ২৭ আগu ২০২৪ ০৭:৩৪ অপরাহ্ণ ৫৫৯ বার পঠিত
ঢাবিতে অব্যাহত গণত্রাণ সংগ্রহ: মানবতার অসাধারণ দৃষ্টান্ত

ঢাকা প্রেস নিউজ


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সহ বিভিন্ন স্থানে বন্যার্তদের জন্য গণত্রাণ সংগ্রহ অব্যাহত রয়েছে। ষষ্ঠ দিনেও নানা শ্রেণি-পেশার মানুষ স্বেচ্ছাসেবীদের মাধ্যমে নগদ অর্থ, ওষুধ, পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দান করে মানবতার প্রমাণ দিচ্ছেন।

 

মঙ্গলবার, ২৭ আগস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই নানা শ্রেণি-পেশার মানুষ নগদ অর্থ, ওষুধ, পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে বন্যাকবলিতদের পাশে দাঁড়িয়েছেন। স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন, মধ্যরাত পর্যন্ত এই ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলবে।
 

নগরীর সর্বস্তরের মানুষের এই সহানুভূতিপূর্ণ সাড়া সত্যিই প্রশংসার দাবিদার। বন্যার্তদের দুঃখে সকলে এক হয়েছেন।
 

আজও কয়েকটি ট্রাকে করে সংগৃহীত ত্রাণ সামগ্রী বন্যা উপদ্রুত এলাকায় পাঠানো হয়েছে। এই মানবতার অবিরাম প্রবাহ বন্যার্তদের জন্য আশার আলো জ্বালিয়ে রাখবে।
 

এই গণত্রাণ সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর ছাত্রসমাজ এক অনন্য উদাহরণ স্থাপন করেছে। এই মানবতার জ্বলন্ত উদাহরণ সকলের জন্য অনুপ্রেরণা।