কালিগঞ্জে পরকীয়ার জের ধরে আব্দুস সালামের উপর হামলা ও প্রাণনাশের হুমকি মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ জুলাই ২০২৫ ০৯:২৫ অপরাহ্ণ   |   ৩৪ বার পঠিত
কালিগঞ্জে পরকীয়ার জের ধরে আব্দুস সালামের উপর হামলা ও প্রাণনাশের হুমকি মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে 

স্টাফ রিপোর্টার:-


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কুশুলিয়া গ্রামের মৃত কাজী বদর উদ্দীনের ছেলে, কাজী আব্দুস সালাম, একই ইউনিয়নে মথপুর গ্রামে নূরে মোল্লার ছোট কন্যা মঞ্জুয়ার সাথে শরীয়ত মোতাবেক তাদেরকে বিয়ে হয়। দাম্পত্য জীবন ভালই চলছিল সালাম ও মঞ্জুয়ারার।

এমঅবস্থায় দুই বছর ধরে পরকীয়া আসক্ত হয়ে পড়েন সালামের স্ত্রী মঞ্জুয়ারা ও রায়হান, সেই পরকীয়ার জের ধরে আব্দুস সালাম এর উপর হামলা ও প্রাণনাশের হুমকি দেয় এবং আব্দুস সালামের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে, তার শ্বশুরবাড়ি লোকজনেরা।

ঘর বাড়ি ভাঙচুর, মালামাল লুটপাট এবং আব্দুস সালামের ওপর হামলার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়া প্রকাশ হয়, কে নির্মাম ভাবে আব্দুস সালামের উপর হামলা করা হয়েছে। এরপর আব্দুস সালাম কোটে একটা মামলা দায়ের করেন কিন্তু এই মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

এসময় আব্দুস সালাম বলেন, আমার স্ত্রী তার বাবার বাড়ি বেড়াতে যাই, আমি ব্যবসায়ী কাজের জন্য বাইরে চলে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে আমার বাড়িতে লুটপাট করে নগদ টাকা,বাড়ির মালামাল নিয়ে চলে যায়। এবং আমার উপর হামলা করেন দুর্বৃত্ত এই বিষয়ে আব্দুল সালাম কালীগঞ্জ থানায় একটা অভিযোগ দায়ের করি, থানায় অভিযোগ দেওয়ার পর বিভিন্ন ফোনের মাধ্যমে আমাকে মামলা তুলে নেওয়ার কথা বলেন এবং আমাকে প্রাণনাশের হুমকি দেয়। 

তিনি আরও বলেন আমি মামলা দিয়েছি একমাস হয়ে গেল কিন্তু এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামিরা আমি দূরত্ব এই আসামিদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

পরবর্তীতে তাদের ভয়েস রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয় এছাড়া বিভিন্ন পত্রপত্রিকায় একাধিক নিউজ হতে থাকে এই পরকীয়াকে কেন্দ্র করে তার স্ত্রীর ছোট ভাই আব্দুল রহিম তাকে মেরে দেবে বলে হুমকি ধামকি দিতে থাকে। 

এসময় স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহিম একজন মাদক ব্যবসায়ী, সে একজন মাদক সেবনকারী, স্থানীয়রা আরও জানান তার বড় বোন, মোছাঃ মনিরা খাতুন কে, ৫-৬ জায়গায় বিয়ে হয়েছে, বিয়ে দিয়ে টাকা পয়সা হাতিয়ে নেওয়া এটা তাদের ব্যবসা বলে জানিয়েছেন এলাকাবাসি। আব্দুল সালামের স্ত্রীর বিদেশে পাঠবে বলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার বাবা-মা ও ভাই-বোনের, কুপরামর্শে পেটের বাচ্চাটাও নষ্ট করে দিয়েছে মঞ্জুয়ারা। এমনকি সালামের সংসারে থাকা কালে মঞ্জুয়ারা আগেও একবার বিদেশ গেয়েছেন কিন্তু যাওয়ার পর টাকা পাঠতো বাবা, ভাইদের কাছে সালামের কাছে কোন টাকা দিতো না।

এভাবেই চলছিল তাদের জীবন সংসার, একটা সময় মঞ্জুয়ারা বাড়িতে চলে আসে, এরপর শুরু হয় পরকীয়ার গল্প কাহিনী, দীর্ঘ দুই বছর ধরে পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে মঞ্জুয়ারা ও রায়হান, একটা সময় আব্দুল সালাম জানতে পারেন সে এই পরকীয়ার কথা বলেন শশুরবাড়ির লোকজনের সঙ্গে এবং মঞ্জুয়ারার সঙ্গে, এরপর শুরু হয় তাদের সংসার বিচ্ছেদের অন্যতম কারণ, এই পরকীয়া জের ধরে আব্দুল সালামকে মেরে ফেরার হুমকি দেয় ও তার উপর হামলা করেন শশুরবাড়ির লোকজন ও রায়হান। 

মঞ্জুয়ারা ও রায়হানের পরকীয়ার কথা এলাকায় সবাই জানতে পারে এরপর এলাকায় মেম্বার ও গুনিজনদের নিয়ে শালিসি বৈঠক হয়। পরবর্তীতে মঞ্জুয়ারা আব্দুল সালামকে ডিসপোজ দিয়ে দেয়, এবং থানায় মামলাও করেন মঞ্জুয়ারার বাব, ভাইরা। এদিকে আব্দুল সালাম ও কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেন, পরবর্তীতে সাতক্ষীরা আদালতে মামলা দায়ের করেন সালাম। সেই মামলার আসামিদের এখনো পর্যন্ত কোন ব্যবস্তা করেননি পুলিশ প্রশাসন। আমি প্রশাসনকে হস্তেখেপ কামনা করছি, যেন এই মামলার সঠিক বিচার হয়।