ঘাটাইলে নারীসহ তিন মানব পাচারকারী আটক

প্রকাশকালঃ ২৭ এপ্রিল ২০২৩ ১২:২৮ অপরাহ্ণ ৩৯২৫ বার পঠিত
ঘাটাইলে নারীসহ তিন মানব পাচারকারী আটক

টাঙ্গাইলের ঘাটাইলে এক নারীসহ মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশের বিশেষ শাখার (এপিবিএন) সদস্যরা। গত মঙ্গলবার রাতে উপজেলার সাগরদিঘী এলাকার বিনোদনকেন্দ্র অনিক নগর পার্ক থেকে তাঁদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার।

এ ঘটনায় ময়মনসিংহের মুক্তাগাছা ২ এপিবিএনের উপপরিদর্শক সৈয়দ আসাদুজ্জামান বাদী হয়ে আটক তিনজনসহ পাঁচজনকে আসামি করে মানবপাচার ও মাদক আইনে ঘাটাইল থানায় দুটি মামলা করেছেন। গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, মুক্তাগাছার ২ এপিবিএনের একটি দল মাদক উদ্ধার অভিযানে মঙ্গলবার রাতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় উপজেলার সাগরদিঘী তালতলা এলাকার অনিক নগর পার্কে অসামাজিক কার্যকলাপের গোপন সংবাদ পেয়ে তারা সেখানে অভিযান চালিয়ে পার্কের সুপারভাইজার আব্দুল হামিদ (৪০), চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কালোইর গ্রামের নারায়ণী বর্মণ (৩৪) ও ঘাটাইল উপজেলার হাতিমারা গ্রামের আমির উদ্দিনের ছেলে নূর মোহাম্মদকে (২৮) আটক করে।