দক্ষিণ সিটি কর্তৃপক্ষ ১০৬১ কোটি টাকা রাজস্ব আদায়ের নতুন মাইলফলক স্পর্শ করেছে

প্রকাশকালঃ ০১ জুলাই ২০২৪ ০৪:৪০ অপরাহ্ণ ৬৮৯ বার পঠিত
দক্ষিণ সিটি কর্তৃপক্ষ ১০৬১ কোটি টাকা রাজস্ব আদায়ের নতুন মাইলফলক স্পর্শ করেছে

ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ গত ২০২৩-২০২৪ অর্থবছরে ১০৬১ কোটি টাকা রাজস্ব আদায় করে নতুন মাইলফলক স্পর্শ করেছে। এটি পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ১৮.৫% বেশি।

 

এই অর্জনের মাধ্যমে দক্ষিণ সিটি কর্তৃপক্ষ ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষকে রাজস্ব আদায়ে পেছনে ফেলেছে।রাজস্ব আদায় সংক্রান্ত হস্তান্তরিত সংক্ষিপ্ত বিবরণীতে দেখা যায় যে, ২০২৩-২৪ অর্থবছরে গৃহ কর (হোল্ডিং ট্যাক্স) বাবদ ৪০৩ কোটি ১৮ লাখ, বাজার সালামি খাতে ১৪৮ কোটি ৪০ লাখ, বাণিজ্য অনুমতি (ট্রেড লাইসেন্স) ফি বাবদ ৭৭ কোটি ২৭ লাখ, স্থাবর সম্পত্তি হস্তান্তর কর হতে ১৩২ কোটি ২৬ লাখ টাকা আয় করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
 

দক্ষিণ সিটির মেয়র মো. সাঈদুর রহমান এই সাফল্যের জন্য কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, "আমরা আগামীতে আরও বেশি রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছি।"