জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধিঃ-
পবিত্র মক্কা নগরীতে ওমরাহ পালন শেষে সৌদী আরব থেকে স্বস্ত্রীক দেশে ফিরেছেন নারায়ণগঞ্জ জেলা তাঁতীদল ও ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জানান সিদ্দিকুর রহমান উজ্জলের ছোট ভাই ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদল নেতা হাসান ইমাম সম্রাট সহ নেতাকর্মীরা।
বুধবার (১৯ মার্চ) জেদ্দা থেকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে রওনা দিয়ে বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ১২টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান উজ্জল। এ সময় তাঁর সঙ্গে সহধর্মিণী লোনা রহমান ছিলেন।
এক প্রতিক্রিয়ায় সিদ্দিকুর রহমান উজ্জ্বল বলেন, “আমি ওমরাহ করতে গিয়েছিলাম। দেশের মানুষের জন্য দোয়া করেছি। বাংলাদেশ ও দেশের জনগণ তথা সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতা-কর্মীর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেছি।
এর আগে গত ৬ মার্চ সিদ্দিকুর রহমান উজ্জ্বল ও তাঁর স্ত্রী ঢাকা থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন। ৭ মার্চ পবিত্র মক্কায় ওমরাহ পালন শেষে মদিনা শরীফ যেয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারকের পাশে গিয়ে সালাম পেশ এবং নামাজ আদায় করেন। তারপর সেখানে বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে দেখেন তাঁরা।