সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:-
নাটোরের বড়াইগ্রামে গরু বোঝায় নছিমন ও পণ্যবাহী ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে রুবেল হোসেন (২৫) নামের ১জন নিহত ও শাকুর আলী (২৭) নামের ১জন আহত হয়েছেন।।
বুধবার সকাল ১১টার দিকে বনপাড়া-লালপুর রোডের চন্ডিপুর মোল্লাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল লালপুর উপজেলার ইসলামপুর গ্রামের আবু বক্কর এর ছেলে এবং আহত শাকুর আলী একই এলাকার মৃত মানিক হোসেন এর ছেলে।
স্থানীয়রা জানায়, লালপুরের ওয়ালিয়া থেকে বনপাড়া দিকে পন্যবাহি ভুটভুটি যাবার পথে বনপাড়া থেকে গরু বোঝায় নছিমন আসার পথে মুখোমুখি সংঘর্ষ হয়, এই সময় রুবেল হোসেন ও শাকুর আলী দুইজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে পাঠান। রুবেল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠালে পথিমধ্যে তার মৃত্যু হয়। শাকুর আলী পাটোয়ারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ নছিমন ও ভুটভুটি জব্দ করেছে, আহত দুইজনের মধ্যে ১জন মারা গেছে, এখন পযর্ন্ত কোন মামলা হয়নি মামলা হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হইবে।