মাধ্যমিকে শিক্ষক হিসেবে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ দেবে সরকার

প্রকাশকালঃ ০৩ মার্চ ২০২৪ ১১:২৪ পূর্বাহ্ণ ১৮২ বার পঠিত
মাধ্যমিকে শিক্ষক হিসেবে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ দেবে সরকার

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন ও শিক্ষক সংকট মেটাতে দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে গণিত ও বিজ্ঞানের শিক্ষক হিসেবে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।

 

ঢাকায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে প্রতিষ্ঠানটির জেলা ও সার্ভিস অ্যাসোসিয়েশন প্রতিনিধি সম্মেলন ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, "শিক্ষক সংকট নিরসনে এবং 'অ্যাক্টিভিটি বেইসড লার্নিং' কারিকুলাম বাস্তবায়নে ডিপ্লোমা প্রকৌশলীদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গণিত ও বিজ্ঞানের প্রায় ৬০ হাজার শিক্ষকের অভাব রয়েছে। ডিপ্লোমা 


প্রকৌশলীদের নিয়োগের মাধ্যমে এই সংকট সমাধান করা সম্ভব। ডিপ্লোমা প্রকৌশলীদের স্নাতক সমমানের মর্যাদা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। আইডিইবির প্রেসিডেন্ট প্রকৌশলী এ কে এম এ হামিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন  প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক। স্বাগত বক্তব্য দেন আইডিইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শামসুর রহমান।