লেবানন থেকে আরও ৭০ বাংলাদেশি দেশে প্রত্যাবাসিত

প্রকাশকালঃ ০৪ নভেম্বর ২০২৪ ১১:২২ পূর্বাহ্ণ ৩৭৭ বার পঠিত
লেবানন থেকে আরও ৭০ বাংলাদেশি দেশে প্রত্যাবাসিত

ঢাকা প্রেস নিউজ

 

লেবাননের চলমান সংকটের মধ্যে, সরকারি উদ্যোগে আরও ৭০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

এ নিয়ে সাত দফায় মোট ৩৩৮ জন বাংলাদেশিকে লেবানন থেকে নিরাপদে দেশে ফেরত আনা হলো। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত, লেবানন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর যৌথ উদ্যোগে এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

দেশে ফিরে আসা প্রত্যেক ব্যক্তিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা পাঁচ হাজার টাকা পকেটখরচ, খাদ্য সামগ্রী এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। ঢাকা বিমানবন্দরে তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইওএম কর্মকর্তারা অভ্যর্থনা জানান।

গুরুত্বপূর্ণ তারিখ:

  • প্রথম দফা: ২১ অক্টোবর (৫৪ জন)
  • দ্বিতীয় দফা: ২৩ অক্টোবর (৯৬ জন)
  • তৃতীয় দফা: ২৮ অক্টোবর (৩০ জন)
  • চতুর্থ দফা: ২৯ অক্টোবর (৩৬ জন)
  • পঞ্চম দফা: ৩১ অক্টোবর (৫২ জন)
  • ষষ্ঠ দফা: ৪ নভেম্বর (৭০ জন)