বৃদ্ধ খালুকে হত্যা করে সীমান্ত পাড় হওয়ার সময় যুবক আটক

প্রকাশকালঃ ১১ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩৩ অপরাহ্ণ ৯১৯ বার পঠিত
বৃদ্ধ খালুকে হত্যা করে সীমান্ত পাড় হওয়ার সময় যুবক আটক

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের রৌমারীতে অসুস্থ ও বয়োবৃদ্ধ খালুকে ‘হত্যা করে’ সীমান্ত পাড়ি দেওয়ার সময় এক যুবককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আটক যুবককে পুলিশে হস্তান্তর করে বিজিবি।

 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কাউনিয়ার চর গ্রামে এ ঘটনা ঘটে। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা এ তথ্য নিশ্চিত করেছেন।

 

নিহত বৃদ্ধের নাম বশির উদ্দিন (৮২)। তিনি উত্তর কাউনিয়ার চর গ্রামের হেশকারী শেখের ছেলে। আটক যুবকের নাম নুর আলম (৩০)। তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানা এলাকার কলিম উদ্দিনের ছেলে। ভুক্তভোগী বশির উদ্দিন সম্পর্কে নুর আলমের খালু। কয়েকদিন ধরে খালুর বাড়িতে অবস্থান করছিলেন নুর আলম।

 

নিহত বশিরের মেয়ে মাহমুদা আক্তার জানান, কাজের সুবাদে নুর আলম ভারতে থাকে। সেখান থেকে সে বৈধ এবং অবৈধ পথে বাংলাদেশে যাতায়াত করতো। দুই সপ্তাহ আগে সীমান্ত পাড়ি দিয়ে নুর আলম রৌমারীর উত্তর কাউনিয়ার চর গ্রামে আসে। সেখানে কয়েকদিন থাকার পর ঠাকুরগাঁওয়ের বাড়িতে যায়। গত ৪ দিন আগে তার মাকে নিয়ে আবার কাউনিয়ার চরে বশিরের বাড়িতে আসে। রাতে অসুস্থ বশিরের সঙ্গে একই বিছানায় ঘুমাতো। সোমবার ভোররাতে সে বশিরকে মেরে সীমান্ত পথে পালিয়ে যায়। তবে কী কারণে সে বশিরকে মেরেছে তা নিশ্চিত করতে পারেনি পরিবার।

 

মাহমুদা আক্তার বলেন, ‘নুর আলমের কথাবার্তা অসংলগ্ন ছিল। সে অসুস্থ কি না সেটাও ঠিক জানি না। গত দুই রাত থেকে সে আমার বাবার সঙ্গে থাকছিল। রাতে ঘুমায় না। সোমবার রাত ১টার দিকেও আমি দেখি গেছি আব্বা ভালো আছেন। রাত সাড়ে ৩টার দিকে নুর আলম চিল্লায় চিল্লায় বলতেছে, খালু মারা গেইছে। আমরা আসি দেখি আব্বার শরীরে রক্ত। আমরা ওক আটকানোর চেষ্টা করছি। কিন্তু ওই (নুর আলম) ঘুষি দিয়া নিজেক ছটকে নিয়া ভারতে পালায় গেছিল। পরে বিএসএফ আটক করি ফেরত দিছে।’

 

‘আমার আব্বা দুই বছর থাকি প্যারালাইজড হয়া বিছানায় পড়ি আছে। ওই মানুষটাক ওই মারছে। আমরা ওর বিচার চাই,’ বলেন মাহমুদা।

 

দাঁতভাঙা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমি ওই বাড়িতে গিয়ে জানতে পারি অসুস্থ বশিরকে মেরে ফেলা হয়েছে।’

 

বিজিবি জানায়, সীমান্ত পাড়ি দেওয়ার সময় বিএসফের হাতে আটক হয় নুর আলম। মঙ্গলবার দুপুরে সীমান্ত পিলার ১০৫৪ (২-এস) এর কাছে আসামের দ্বীপচর বিএসএফ কোম্পানি কমান্ডারের সঙ্গে বিজিবি দাঁতভাঙা কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আটক নুর আলমকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। একই সঙ্গে আটক নুর আলমকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

 

ওসি গোলাম মর্তুজা জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন ও রক্তাক্ত জখম রয়েছে। বিজিবি আটক যুবককে পুলিশে হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।