ঢাকা প্রেস,আন্তর্জাতিক ডেস্ক:-
টানা ১৫ মাস ধরে ইসরায়েলের নিরবচ্ছিন্ন হামলায় ধ্বংসস্তূপে পরিণত গাজার বাড়িঘর ও অবকাঠামো পুনর্নির্মাণে প্রায় ৪০ বছর সময় লাগতে পারে। এ কাজে ৮০ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয়ের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছে ত্রাণ সংস্থাগুলো।
শুক্রবার (১৭ জানুয়ারি) আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান এই যুদ্ধ গাজাকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে। বড় বড় রাস্তা উপড়ে গেছে, গুরুত্বপূর্ণ পানি ও বিদ্যুতের অবকাঠামো ভেঙে পড়েছে। বেশির ভাগ হাসপাতাল এখন অচল অবস্থায় রয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ করতে আরও সময় লাগবে। রোববার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পরিদর্শকরা গাজায় প্রবেশ করে সার্ভে শুরু করবেন।
জাতিসংঘ স্যাটেলাইট তথ্যের ভিত্তিতে জানিয়েছে, গাজার ৭০ শতাংশ কাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে রয়েছে ২ লাখ ৪৫ হাজারেরও বেশি বাড়িঘর।
পুনর্গঠনের আগে ধ্বংসাবশেষ সরিয়ে ফেলতে হবে। ধারণা করা হচ্ছে, যুদ্ধে গাজায় পাঁচ কোটি টনেরও বেশি ধ্বংসস্তূপ তৈরি হয়েছে। শতাধিক ট্রাক সার্বক্ষণিক কাজ করলেও এটি পরিষ্কার করতে প্রায় ১৫ বছর সময় লাগবে।
নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর জোট শেল্টার ক্লাস্টার জানিয়েছে, গাজার পুনর্গঠনে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে স্বাস্থ্য খাতকে। কারণ, সেখানকার ৮০ শতাংশেরও বেশি স্বাস্থ্যসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।