রাজধানীর সব মোড় ছেড়ে শাহবাগে জড়ো হচ্ছেন কোটাবিরোধী শিক্ষার্থীরা!

প্রকাশকালঃ ০৭ জুলাই ২০২৪ ০৭:৫১ অপরাহ্ণ ৬০৬ বার পঠিত
রাজধানীর সব মোড় ছেড়ে শাহবাগে জড়ো হচ্ছেন কোটাবিরোধী শিক্ষার্থীরা!

ঢাকা প্রেস নিউজ


কোটা বাতিলের
দাবিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করে আসা শিক্ষার্থীরা রোববার সন্ধ্যা ৭টার দিকে 'বাংলা ব্লকেড' কর্মসূচি ইস্তফা দিয়ে শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেছে।

বিকেল ৩টা থেকে নীলক্ষেত, সায়েন্সল্যাব, কারওয়ান বাজার, বাংলামোটর, মেডিকেল সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভার, চানখারপুল ও মোতালেব প্লাজা মোড় অবরোধ করে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবি জানিয়েছিলেন তারা।

অবরোধস্থলে আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম অভিযোগ করেন, পুলিশ তাদের তিনজন সমন্বয়ককে ডেকে নিয়ে গেছে। তাদের নাম হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র হাসনাত আব্দুল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের নাহিদ ইসলাম ও প্রাণিবিদ্যা বিভাগের সারজিস আলম।

তিনি আরও বলেন, "আমাদের সমন্বয়কদের কিছু হলে শিক্ষার্থীরা তা কোনোভাবেই মেনে নেবে না। আমাদের ভাইদের নিয়ে আমরা দাবি আদায় করে ঘরে ফিরব।"