গাইবান্ধায় জুলাই বিপ্লবে আহতদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ জানুয়ারি ২০২৫ ০৪:০০ অপরাহ্ণ   |   ৫২৩ বার পঠিত
গাইবান্ধায় জুলাই বিপ্লবে আহতদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:--



গাইবান্ধায় জুলাই বিপ্লবে আহতদের সাথে  জেলা প্রশাসকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

রবিবার (১৯ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 

এতে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার জামায়াতে ইসলামীর আব্দুল করিম মিয়া এবং জুলাই বিপ্লবের প্রায় ৩০ জন আহত ব্যাক্তি ।
 

সভায় আহতরা তাদের অভিজ্ঞতা ও বিভিন্ন দাবি-দাওয়া জেলা প্রশাসকের সামনে উপস্থাপন করেন। বিশেষ করে তাদের চিকিৎসা, পুনর্বাসন এবং ক্ষতিপূরণের বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
 

জেলা প্রশাসক আহতদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, "আহত যোদ্ধাদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রশাসন যথাসাধ্য ব্যবস্থা নেবে।" জুলাই বিপ্লবে আহতরা তাদের দীর্ঘদিনের সংগ্রামের কথা তুলে ধরেন।
 

মতবিনিময় সভায় অংশ নেয়া জামায়াতে ইসলামীর আমির আব্দুল করিম মিয়া বলেন, "এই যোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাই তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে।
 

সভা শেষে আহতরা জেলা প্রশাসকের প্রতিশ্রুতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।