কুমিল্লা মুরাদনগর উপজেলা পৈয়াপাথর গ্রামের মাদক সম্রাট আনোয়ার গ্রেফতার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ মে ২০২৫ ০৬:০৪ অপরাহ্ণ   |   ১১২ বার পঠিত
কুমিল্লা মুরাদনগর উপজেলা পৈয়াপাথর গ্রামের মাদক সম্রাট আনোয়ার গ্রেফতার

মিজানুর রহমান,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):-
 

কুমিল্লা মুরাদনগর উপজেলা ১৫ নং নবীপুর পশ্চিম ইউনিয়ন এর পৈয়াপাথর গ্রামের মৃত সুলতান আহমদ এর ছেলে  মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন  (৩০) 
 

বুধবার ০৭/০৫/২৫ রাত ৩.৩০ মিনিটে গ্রেফতার করেন সেনাবাহিনী, ক্যাপ্টেন অফিসার ফুয়াদ, এবং ওয়ারেন্ট অফিসার নাহারুল এবং মুরাদনগর থানার এস আই রুহুল আমিন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বলে জানান, মুরাদনগর থানার এসআই রুহুল আমিন, তিনি বলেন, আমি গোপন সংবাদের ভিত্তিতে  বিষয় টি জানতে পেরে আমার সোর্স নিয়ে চলে যাই কোম্পানীগঞ্জ আল মদিনা রেস্ট হাউজ হোটেলের তৃতীয় তলায় উত্তর পশ্চিম পাশের কক্ষে উপস্থিত হইয়া উক্ত আসামিকে আটক করি, আটক করার সময় আসামি আনোয়ারের সাথে  থাকা  ৯৪ পিস ইয়াবা, এবং নগদ পাঁচ হাজার টাকা পাওয়া যায় বলে জানিয়েছেন, এস আই রুহুল আমিন, তিনি বলেন, আনোয়ারের নামে মুরাদনগর থানায়  একাধিক  মাদকের মামলা রয়েছে, বৃহস্পতিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হবে। 
 

এদিকে এলাকাবাসী বলেন, আনোয়ার মাদকব্যবসা করে রাতারাতি কোটি কোটি টাকা বনে যান, মাদক ব্যবসায়ী আনোয়ারে  আল মদিনা রেস্টহাউজ থাকার পরেও  মাদকের গডফাদার হিসেবে এলাকায় চিহ্নিত ,  তিশা কাউন্টারের পাশে আল মদিনা  রেস্টহাউজ এর সামনে থেকে কোম্পানীগঞ্জ,গোমতী নদীর বেড়িবাঁধ পর্যন্ত, এছাড়া ও কোম্পানীগঞ্জ বাজারের বিভিন্ন পয়েন্টে তাদের নিযুক্ত  বিভিন্ন লোকের মাধ্যেমে ইয়াবা, ফেন্সিডিল, গাজা সহ বিভিন্ন প্রকারের মাদক সাপ্লাই করে আসছেন দীর্ঘদিন, এলাকাবাসী আরো জানায় মাদক কারবারি  আনোয়ার এর একটি দুই তলা বারি রয়েছে 'যা মাদকের টাকায় তৈরী, 


মুরাদনগর থানার অফিসার ইনচার্জ  জাহিদুল ইসলাম জানান মুরাদনগর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, মাদকাসক্ত এবং মাদক ব্যবসায়ীদের নির্মূল করতে অভিযান চলামান  থাকবে  "